ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শাহরুখ পুত্র আরিয়ানের জামিন নামঞ্জুর

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • ৪৮৩ বার পড়া হয়েছে।

সবুজদেশ ডেস্কঃ

শাহরুখ খানের ছেলে মাদক-কাণ্ডে ধৃত আরিয়ান খানের জামিন মঞ্জুর হয়নি। তাকে থাকতে হবে এনসিবি-র হেফাজতেই। এনসিবির আইনজীবীরা দাবি করেন, আরিয়ানের ফোন থেকে প্রামাণ্য নথি পাওয়া গিয়েছে। যে কারণে তদন্তের স্বার্থে তাকে হেফাজতে রাখা প্রয়োজন।

শনিবার রাতে আটক হয়েছিলেন আরিয়ান। এনসিবি-র দফতরে মাদকযোগ নিয়ে ১৬ ঘণ্টা ধরে জেরা করার পর রবিবার বিকেলে আরিয়ান, মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টকে গ্রেফতার করেন আধিকারিকরা। আদালত জানিয়ে দিল, আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে রাখবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়ার পরেই তার হয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী সতীশ মানশিণ্ডে। শাহরুখই তার ছেলের জন্য সতীশকে নিয়োগ করেছিলেন।

নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার হন তিন জন। আরিয়ানের গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে, ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।

Tag :

শাহরুখ পুত্র আরিয়ানের জামিন নামঞ্জুর

Update Time : ০৮:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১

সবুজদেশ ডেস্কঃ

শাহরুখ খানের ছেলে মাদক-কাণ্ডে ধৃত আরিয়ান খানের জামিন মঞ্জুর হয়নি। তাকে থাকতে হবে এনসিবি-র হেফাজতেই। এনসিবির আইনজীবীরা দাবি করেন, আরিয়ানের ফোন থেকে প্রামাণ্য নথি পাওয়া গিয়েছে। যে কারণে তদন্তের স্বার্থে তাকে হেফাজতে রাখা প্রয়োজন।

শনিবার রাতে আটক হয়েছিলেন আরিয়ান। এনসিবি-র দফতরে মাদকযোগ নিয়ে ১৬ ঘণ্টা ধরে জেরা করার পর রবিবার বিকেলে আরিয়ান, মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টকে গ্রেফতার করেন আধিকারিকরা। আদালত জানিয়ে দিল, আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে রাখবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়ার পরেই তার হয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী সতীশ মানশিণ্ডে। শাহরুখই তার ছেলের জন্য সতীশকে নিয়োগ করেছিলেন।

নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার হন তিন জন। আরিয়ানের গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে, ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।