নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় শিউলি খাতুন (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঘটেছে।
নিহত নারী উপজেলার উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের লিমন হোসেনের স্ত্রী। তিনি পেশায় এনজিও ব্র্যাকের কর্মী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, শিউলি ব্র্যাকের যশোরের মনিরামপুর শাখায় চাকরী করতেন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় স্বামীর সাথে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তারা গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।