ইউক্রেন যুদ্ধে পূর্ণাঙ্গ বিজয় দাবি জেলেনস্কির
সবুজদেশ ডেস্কঃ
অবিলম্বে ইউক্রেনে আগ্রাসন বন্ধের নির্দেশ দিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। বুধবার এই রায় দেয়ার ফলে বিশ্ব আদালতে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন পূর্ণাঙ্গ বিজয় পেয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
এ খবর দিয়ে বার্তা সংস্থা পিটিআই বলেছে, আদালতের ওই রায় নিয়ে টুইট করেছেন তিনি। লিখেছেন, অবিলম্বে যুদ্ধ বিরতির নির্দেশ দিয়েছে আইসিজে। আন্তর্জাতিক আইনের অধীনে এই নির্দেশ পালন বাধ্যতামূলক। রাশিয়াকে অবিলম্বে তা মেনে চলতে হবে। তারা যদি এই নির্দেশ অমান্য করে তাহলে আরো নিঃসঙ্গ হয়ে পড়বে।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে রাশিয়ার আগ্রাসন নিয়ে আইসিজের হস্তক্ষেপ কামনা করে ইউক্রেন। তারা যুক্তি দেখায়, ইউক্রেন গণহত্যা চালাচ্ছে এমন মিথ্যা অভিযোগের ভিত্তিতে ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করছে রাশিয়া।
এই আবেদনের ওপর আইসিজেতে শুনানি হয়। রাশিয়া তা এড়িয়ে চলে। আদালতের প্রেসিডেন্ট মার্কিন বিচারক হোয়ান ই ডোনোঘু তার রায়ে বুধবার বলেন, রাশিয়ান ফেডারেশনকে অবিলম্বে বিশেষ সামরিক অপারেশন বন্ধ করতে হবে, যা তারা ২৪ শে ফেব্রুয়ারি শুরু করেছিল। আদালতের এই নির্দেশ যেসব দেশ মানতে অস্বীকৃতি জানাবে তাদেরকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর নিয়ম আছে। কিন্তু সেই নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা আছে রাশিয়ার।
ওদিকে রাশিয়া লিখিতভাবে জানিয়েছে, ইউক্রেনের আবেদনে এই মামলার শুনানি করার ক্ষমতায় ঘাটতি আছে আইসিজের। কনভেনশনের কোনোকিছুই শক্তি প্রয়োগ করে অনুসরণ করানো যাবে না। আদালতে ১৩-২ ভোটে সিদ্ধান্ত গৃহীত হয়। এতে মস্কোকে আর সামরিক পদক্ষেপ না নিতে সেনা ইউনিটগুলোকে নির্দেশ দিতে বলা হয়। এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেন রাশিয়ান ও চীনা দুই বিচারক।
সবুজদেশ/এস ইউ