ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরায় স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
  • ৫০১ বার পড়া হয়েছে।

মাগুরাঃ

মাগুরার শ্রীপুরের রাজিয়া খাতুন (১৩) নামের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার হাট শ্রীকোল গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাজিয়া খাতুন হাট শ্রীকোল গ্রামের মিখিজ শেখের মেয়ে। সে শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে পড়তো।

নিহতের দাদা আসমত আলী শেখ জানান, বৃহস্পতিবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। শুক্রবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে বাড়ি অদূরে নির্জন স্থানে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।

নিহতের বড়ভাই বলেন, বৃহস্পতিবার বিকেলে সে বাড়ির পাশে কুমার নদের চরে রসুনের ক্ষেত দেখতে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিলো। তবে ওই সময়ে অপরিচিত এক যুবককে রসুন ক্ষেত এলাকায় ঘোরাফেরা করতে দেখেছে এলাকাবাসী।

অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা কুমার নদের তীরে নির্জন স্থানে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি মেয়েটি বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ ছিলো। ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা সেজন্য ক্রইম সিন ইউনিট কাজ করছে। হত্যায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাগুরা পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সবুজদেশ/এস ইউ

Tag :
জনপ্রিয়

মাগুরায় স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

Update Time : ০৭:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২

মাগুরাঃ

মাগুরার শ্রীপুরের রাজিয়া খাতুন (১৩) নামের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার হাট শ্রীকোল গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাজিয়া খাতুন হাট শ্রীকোল গ্রামের মিখিজ শেখের মেয়ে। সে শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে পড়তো।

নিহতের দাদা আসমত আলী শেখ জানান, বৃহস্পতিবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। শুক্রবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে বাড়ি অদূরে নির্জন স্থানে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।

নিহতের বড়ভাই বলেন, বৃহস্পতিবার বিকেলে সে বাড়ির পাশে কুমার নদের চরে রসুনের ক্ষেত দেখতে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিলো। তবে ওই সময়ে অপরিচিত এক যুবককে রসুন ক্ষেত এলাকায় ঘোরাফেরা করতে দেখেছে এলাকাবাসী।

অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা কুমার নদের তীরে নির্জন স্থানে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি মেয়েটি বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ ছিলো। ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা সেজন্য ক্রইম সিন ইউনিট কাজ করছে। হত্যায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাগুরা পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সবুজদেশ/এস ইউ