ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘হিজাব ছাড়া কলেজে যাব না’

Reporter Name

হিবা। - ছবি : সংগৃহীত

সবুজদেশ ডেস্কঃ

‘আমি হিজাব ছাড়া কলেজে যাব না, এটি আমার সিদ্ধান্ত।’ কর্নাটক হাইকোর্টের হিজাব সংক্রান্ত রায়ের পর এইভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন হিবা শেখ। হিবা কর্নাটকের পি. সতীশা পাই সরকারি কলেজের স্নাতক স্তরের একজন ছাত্রী।

গত ৪ মার্চ হিজাব পরার জন্য হিবাকে হেনস্থা করে তারই কিছু পুরুষ সহপাঠী। যারা অখিল ভারতীয় বিশ্ব হিন্দু পরিষদের সদস্য বলেই জানা গেছে। হিবা তার সহপাঠীদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন।

তবে এরপর ৭ মার্চ ওই সহপাঠীরা হিবাসহ তার ছয়জন মুসলিম সতীর্থের বিরুদ্ধে পাল্টা এফআইআর দায়ের করে। হিবা এবং তার মুসলিম সহপাঠীদের বিরুদ্ধে গালিগালাজ, হুমকি এবং দৈহিক আক্রমণের অভিযোগ আনা হয়।

সংবাদমাধ্যমকে হিবা জানান, যে ছাত্র এফআইআর দায়ের করেছেন তিনি ঘটনার দিন কলেজেই উপস্থিত ছিলেন না।

হিবা স্পষ্ট বলেন, ‘আমি হিজাব ছাড়া কলেজে যাব না। আপাতত আমাদের অনলাইন ক্লাস আছে এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু কলেজ আবার চালু হলেও আমি হিজাব ছাড়া কলেজে যাব না। এটা আমার সিদ্ধান্ত।’

সবুজদেশ/এস ইউ

About Author Information
আপডেট সময় : ০৮:৩৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
৩৩৪ Time View

‘হিজাব ছাড়া কলেজে যাব না’

আপডেট সময় : ০৮:৩৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২

সবুজদেশ ডেস্কঃ

‘আমি হিজাব ছাড়া কলেজে যাব না, এটি আমার সিদ্ধান্ত।’ কর্নাটক হাইকোর্টের হিজাব সংক্রান্ত রায়ের পর এইভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন হিবা শেখ। হিবা কর্নাটকের পি. সতীশা পাই সরকারি কলেজের স্নাতক স্তরের একজন ছাত্রী।

গত ৪ মার্চ হিজাব পরার জন্য হিবাকে হেনস্থা করে তারই কিছু পুরুষ সহপাঠী। যারা অখিল ভারতীয় বিশ্ব হিন্দু পরিষদের সদস্য বলেই জানা গেছে। হিবা তার সহপাঠীদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন।

তবে এরপর ৭ মার্চ ওই সহপাঠীরা হিবাসহ তার ছয়জন মুসলিম সতীর্থের বিরুদ্ধে পাল্টা এফআইআর দায়ের করে। হিবা এবং তার মুসলিম সহপাঠীদের বিরুদ্ধে গালিগালাজ, হুমকি এবং দৈহিক আক্রমণের অভিযোগ আনা হয়।

সংবাদমাধ্যমকে হিবা জানান, যে ছাত্র এফআইআর দায়ের করেছেন তিনি ঘটনার দিন কলেজেই উপস্থিত ছিলেন না।

হিবা স্পষ্ট বলেন, ‘আমি হিজাব ছাড়া কলেজে যাব না। আপাতত আমাদের অনলাইন ক্লাস আছে এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু কলেজ আবার চালু হলেও আমি হিজাব ছাড়া কলেজে যাব না। এটা আমার সিদ্ধান্ত।’

সবুজদেশ/এস ইউ