নিজস্ব প্রতিবেদক:
১০ বছরের অধিক সময় ধরে চলা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি, মামলায় অযথা ৫/১০ বছর স্টে করে রাখা, স্বাক্ষীদের সুরক্ষা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত সমাধান করা হবে বলে প্রধান বিচারপতির বরাতে জানিয়েছেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।
বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ জেলা জজ আদালতের নবগঙ্গা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় জেলা ও দায়রা জজ মোঃ নাজিমুদ্দৌলা, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক এ্যাড.শেখ সেলিমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিচার প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সুপ্রীম কোটের বিচার প্রতি মোঃ জাহাঙ্গীর হোসেন বিভিন্ন বিষয়ে কথা বলেন ও শোনেন।
Reporter Name 

















