নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহে খেলার সময় ডিজেল পান করে এক শিশুর মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১২টার দিকে মারা যায় শিশুটি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ বছর বয়সী মারদিয়া খাতুন ঝিনাইদহ মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের কৃষক মোখলেছুর রহমানের মেয়ে।
বাবা মোখলেছুর রহমান বলেন, ‘আমার দুই ছেলে-মেয়ের মধ্যে মারদিয়া ছিল ছোট। আমি কৃষিকাজ করি। ট্রাক্টরও আছে। বুধবার দুপুরে অন্য শিশুদের সঙ্গে বাড়িতে খেলছিল মারদিয়া। এ সময় রান্না ঘরের প্রাচীরের ওপর বোতলে রাখা ট্রাক্টরের ডিজেল পান করে সে।
‘পরে অসুস্থ হয়ে পড়লে মুখ থেকে ডিজেলের গন্ধ পেয়ে তাকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যায় মারদিয়া।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মারভীন অনিক চৌধুরী বলেন, ‘বিকেলে ডিজেল পান করা ওই শিশুকে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে পর্যবেক্ষণ করা হচ্ছিল। পরে রাত ১২টার দিকে মারা যায় শিশুটি।’
ওসি মাহাব্বুর রহমান বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’