নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- নওগাঁ জেলার লাল মোহাম্মদের ছেলে সাদেক হোসেন (৪০), আফসার আলীর ছেলে তহুরুল ইসলাম (৩০) ও আব্দুল কুদ্দুসের ছেলে মহিন হোসেন (৩০)।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এক ট্রাকের পেছনে অন্য একটি ট্রাকের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে একজনের অবস্থা গুরুত্বর।