নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মনোয়ারা খাতুন (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মনোয়ার খাতুন উপজেলার তৈলকুপ গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন তথ্য পেয়ে কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ ও হুমায়ুন কবিরের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করে মনোয়ার খাতুনকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ভিডিও…