কুষ্টিয়া:
কুষ্টিয়ার মিরপুরে নজরুল মুন্সি (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মিরপুর-পোড়াদহ সড়কের কৈমারী বিলের ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) তুহিন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত নজরুল উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান জমাদারপাড়ার ছলেমান মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মিরপুর-পোড়াদহ সড়কের কৈমারী বিলের ব্রিজের নিচ থেকে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।
মিরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিন মণ্ডল জানান, এক যুবকের লাশ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেলের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।