ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে হত্যা চেষ্টা মামলার দুই আসামী গ্রফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • ১৩৭ বার পড়া হয়েছে।

হত্যা চেষ্টা মামলার প্রধান দুই আসামী

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহ সদর উপজেলার চুলকানী বাজার এলাকা থেকে হত্যা চেষ্টা মামলার পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে ঝিনাইতহ র‌্যাব-৬। সোমবার সকাল ১০টার সময় তাদেরকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার হাজীডাঙ্গা গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে চাঁন মিয়া (২৮) ও একই উপজেলার বাছির মোল্লার ছেলে ফিরোজ মোল্লা(২২)।

মামলা সূত্রে জানা যায়, ফিরোজ হোসেনসহ আরো বেশ কয়েকজন সদর উপজেলার চুলকানী বাজার এলাকায় প্রতিনিয়ত চুরি ছিনতাই-খুনসহ বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। এই ধরনের কাজ থেকে বিরত থাাকার জন্য মামলার বাদি তাদের নিষেধ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ফিরোজ মোল্লা, চাঁন মিয়া দেশিও অস্ত্র নিয়ে হামলা চালায় এবং তাদেরকে লোহার রড ও ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তারা হত্যার হুমকি দেয়। তাদের দোকানে থাকা নগদ ৪ হাজার ৫০০ টাকা তারা নিয়ে চলে যায়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে গত ১১ আগস্ট সদর থানায় একটি হত্যা চেষ্টা মামালা দায়ের করেন।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার শরিফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চুলকানী বাজার এলাকা থেকে মামলার এজাহারভূক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদেরকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

ঝিনাইদহে হত্যা চেষ্টা মামলার দুই আসামী গ্রফতার

Update Time : ০৮:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহ সদর উপজেলার চুলকানী বাজার এলাকা থেকে হত্যা চেষ্টা মামলার পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে ঝিনাইতহ র‌্যাব-৬। সোমবার সকাল ১০টার সময় তাদেরকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার হাজীডাঙ্গা গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে চাঁন মিয়া (২৮) ও একই উপজেলার বাছির মোল্লার ছেলে ফিরোজ মোল্লা(২২)।

মামলা সূত্রে জানা যায়, ফিরোজ হোসেনসহ আরো বেশ কয়েকজন সদর উপজেলার চুলকানী বাজার এলাকায় প্রতিনিয়ত চুরি ছিনতাই-খুনসহ বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। এই ধরনের কাজ থেকে বিরত থাাকার জন্য মামলার বাদি তাদের নিষেধ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ফিরোজ মোল্লা, চাঁন মিয়া দেশিও অস্ত্র নিয়ে হামলা চালায় এবং তাদেরকে লোহার রড ও ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তারা হত্যার হুমকি দেয়। তাদের দোকানে থাকা নগদ ৪ হাজার ৫০০ টাকা তারা নিয়ে চলে যায়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে গত ১১ আগস্ট সদর থানায় একটি হত্যা চেষ্টা মামালা দায়ের করেন।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার শরিফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চুলকানী বাজার এলাকা থেকে মামলার এজাহারভূক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদেরকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সবুজদেশ/এসইউ