ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ১৫ মিনিট পর প্রশ্ন দেওয়ায় ২ শিক্ষককে অব্যাহতি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের শৈলকুপায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের একটি কক্ষে ১৫ মিনিট পর প্রশ্নপত্র বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ২ কেন্দ্র পরিদর্শককে কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি বনি আমিন।

বৃহস্পতিবার দেশব্যাপি শুরু হওয়া এসএসসি ও সমমান পরিক্ষার আজ ছিল প্রথম দিন। প্রথম দিনে শুরু হওয়া বাংলা ১ম পত্র পরীক্ষায় শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২০৪ নম্বর কক্ষে পরীক্ষার্থীদের মাঝে সৃজনশীল প্রশ্নপত্র ১৫ মিনিট পর দেওয়া হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। পরীক্ষা শেষে হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসে অভিভাবকদের জানালে অভিভাবকরা তাৎক্ষনিক নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন ও পরীক্ষার্থীদের সান্তনা দেন।

পরিক্ষার্থী মুসলিমা হাসান, আইরিন আক্তার,মনিরা খাতুন, মেঘা সাহা সহ অন্যান্য পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট এমসিকিউ এর জন্য বরাদ্দ ছিল। এরপর সৃজনশীল পরীক্ষা শুরু হওয়ার প্রায় ১৫ মিনিট পর প্রশ্নপত্র বিতরণ করেন কক্ষ পরিদর্শক আমিরুল ইসলাম ও রফিকুল ইসলাম। এরপর পরীক্ষা শেষে ৫ মিনিট পরেই পরিক্ষার্থীদের কাছ থেকে উত্তরপত্র কেড়ে নেওয়া হয়। তারা অনুরোধ করলেও তাদের অনুরোধ কর্ণপাত করা হয়নি। এদের মধ্যে অনেকেই পিএসসি ও জেএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থী রয়েছে।

শৈলকুপা গার্লস স্কুলের প্রধান শিক্ষক ফজলুর রহমান জানান, ঐ কক্ষে তার বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। এই ১০ মিনিট সময় কম পাওয়াতে অধিকাংশ শিক্ষার্থী সব প্রশ্নের উত্তর দিতে পারেনি।

এ ব্যাপারে কেন্দ্র সচিব ও বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সাচ্চু বলেন, ৫ থেকে ৭ মিনিট পর পরে প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে বলে কেন্দ্র পরিদর্শকরা জানিয়েছে।

তবে পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা বনি আমিনের প্রশ্নের জবাবে পরীক্ষার্থীরা জানায় যে, তাদেরকে ১৮-২০ মিনিট পর প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি বনি আমিন জানান, খবর পেয়ে আমি দ্রুত পরীক্ষা কেন্দ্রে যাই এবং ঘটনার সত্যতা পেয়ে দায়িত্বরত ২ শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করি। সেইসাথে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত সকল শিক্ষককে সতর্ক করি। পরে ঐ দুই শিক্ষককে শোকজ করা হয়েছে।

Tag :

About Author Information
Update Time : ০৬:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
৯৫ Time View

ঝিনাইদহে ১৫ মিনিট পর প্রশ্ন দেওয়ায় ২ শিক্ষককে অব্যাহতি

Update Time : ০৬:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের শৈলকুপায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের একটি কক্ষে ১৫ মিনিট পর প্রশ্নপত্র বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ২ কেন্দ্র পরিদর্শককে কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি বনি আমিন।

বৃহস্পতিবার দেশব্যাপি শুরু হওয়া এসএসসি ও সমমান পরিক্ষার আজ ছিল প্রথম দিন। প্রথম দিনে শুরু হওয়া বাংলা ১ম পত্র পরীক্ষায় শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২০৪ নম্বর কক্ষে পরীক্ষার্থীদের মাঝে সৃজনশীল প্রশ্নপত্র ১৫ মিনিট পর দেওয়া হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। পরীক্ষা শেষে হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসে অভিভাবকদের জানালে অভিভাবকরা তাৎক্ষনিক নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন ও পরীক্ষার্থীদের সান্তনা দেন।

পরিক্ষার্থী মুসলিমা হাসান, আইরিন আক্তার,মনিরা খাতুন, মেঘা সাহা সহ অন্যান্য পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট এমসিকিউ এর জন্য বরাদ্দ ছিল। এরপর সৃজনশীল পরীক্ষা শুরু হওয়ার প্রায় ১৫ মিনিট পর প্রশ্নপত্র বিতরণ করেন কক্ষ পরিদর্শক আমিরুল ইসলাম ও রফিকুল ইসলাম। এরপর পরীক্ষা শেষে ৫ মিনিট পরেই পরিক্ষার্থীদের কাছ থেকে উত্তরপত্র কেড়ে নেওয়া হয়। তারা অনুরোধ করলেও তাদের অনুরোধ কর্ণপাত করা হয়নি। এদের মধ্যে অনেকেই পিএসসি ও জেএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থী রয়েছে।

শৈলকুপা গার্লস স্কুলের প্রধান শিক্ষক ফজলুর রহমান জানান, ঐ কক্ষে তার বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। এই ১০ মিনিট সময় কম পাওয়াতে অধিকাংশ শিক্ষার্থী সব প্রশ্নের উত্তর দিতে পারেনি।

এ ব্যাপারে কেন্দ্র সচিব ও বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সাচ্চু বলেন, ৫ থেকে ৭ মিনিট পর পরে প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে বলে কেন্দ্র পরিদর্শকরা জানিয়েছে।

তবে পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা বনি আমিনের প্রশ্নের জবাবে পরীক্ষার্থীরা জানায় যে, তাদেরকে ১৮-২০ মিনিট পর প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি বনি আমিন জানান, খবর পেয়ে আমি দ্রুত পরীক্ষা কেন্দ্রে যাই এবং ঘটনার সত্যতা পেয়ে দায়িত্বরত ২ শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করি। সেইসাথে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত সকল শিক্ষককে সতর্ক করি। পরে ঐ দুই শিক্ষককে শোকজ করা হয়েছে।