সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শ্যামনগরে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শ্যামনগর উপজেলার ভামিয়া গ্রামের এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ধর্ষক আব্দুল মজিদ জমাদ্দারকে আটক করে পুলিশে সোপার্দ করেছে।
ধর্ষনের অভিযোগে আটক মোঃ আব্দুল মজিদ জমাদ্দার (৩৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভামিয়া গ্রামের মৃত মেছের আলী জমাদ্দারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের পর ৯ বছরের ওই শিশু চিংড়ি রেনু ধরার জন্য ভামিয়া এলাকায় খোলপেটুয়া নদীতে যায়। বিকালে ৪টার দিকে খাবারের প্রলোভন দেখিয়ে নদী থেকে কৌশলে শিশুটিকে ডেকে পাশের ঝোঁপের মধ্যে নিয়ে আব্দুল মজিদ তার উপর পাশবিক নির্যাতন চালায়। এ সময়ে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দৌড়ে পালানোর সময় তারা মজিদকে আটক করে শ্যামনগর থানা পুলিশের হাতে উঠিয়ে দেয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক আব্দুল মজিদকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার মা বাদি হয়ে শনিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ রোববার সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে।
সবুজদেশ/এসইউ