নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পারিয়াট গ্রামে সাপে কেটে সুব্রত কুমার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
নিহত সুব্রত উপজেলার কোলা ইউনিয়নের পারিয়াট গ্রামের স্বপন কুমারের ছেলে। সে অনার্স ২য় বর্ষের ছাত্র।
স্বজনরা জানান, রাতে ঘুমিয়ে ছিল সুব্রত। ঘুমের মধ্যে ভোরের দিকে বিষাক্ত সাপে কাটে। সকালে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর বাড়িতে কবিরাজ ডেকে ঝাঁড় ফুক করে বাচানোর চেষ্টা করা হয়।
কোলা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Reporter Name 











