ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে নৌকাডুবি, প্রাণ গেল ২৩ জনের

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • ১৯৫ বার পড়া হয়েছে।

সবুজদেশ ডেস্কঃ

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ২৩ জন নিখোঁজ রয়েছেন। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহতরা মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, হিন্দু ধর্মাবলম্বীদের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৭০-৮০ জনের মতো মানুষ নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। ঘাট থেকে নৌকাটি কিছু দূর যাওয়ার পর দুলতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। মৃতদের অধিকাংশই নারী ও শিশু।

সবুজদেশ/এসইউ

Tag :

কালীগঞ্জে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম ফিরোজের গনসংযোগ

পঞ্চগড়ে নৌকাডুবি, প্রাণ গেল ২৩ জনের

Update Time : ০৫:৪৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২

সবুজদেশ ডেস্কঃ

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ২৩ জন নিখোঁজ রয়েছেন। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহতরা মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, হিন্দু ধর্মাবলম্বীদের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৭০-৮০ জনের মতো মানুষ নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। ঘাট থেকে নৌকাটি কিছু দূর যাওয়ার পর দুলতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। মৃতদের অধিকাংশই নারী ও শিশু।

সবুজদেশ/এসইউ