খুলনাঃ
খুলনার কয়রায় পানিতে ডুবে প্রিয়া মাঝি নামের এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুকুরে গোসল করতে নেমে তার মৃত্যু হয়।
সে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের খোড়লকাটি গ্রামের নিতীশ মাঝির মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মনি রায় বলেন, প্রিয়া মাঝি মৃর্গি রোগে আক্রান্ত ছিলো। আজ সকালে এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার জন্য পুকুরে একা স্নান করতে গেলে মৃর্গি রোগের চাপ দেওয়ায় পানিতে ডুবে তার মৃত্যু হয়।।
Reporter Name 











