সাতক্ষীরাঃ
সাতক্ষীরার কালীগঞ্জে ফারিয়া পারভীন (১২) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।
নিহত ফারিয়া উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেওয়া গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি শেখ রবিউল ইসলামের মেয়ে এবং দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
থানার এসআই আবু সাঈদ জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের চালের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফারিয়া আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আত্মহত্যার কিছু আলামত উদ্ধার করা হয়েছে।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।