ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিমসহ ৮ জনের নামে মামলা

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
  • ১৪৮ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহে নেতৃত্ব দেওয়া নিয়ে ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলের জেরে সরকারী ভেটেরিনারী কলেজ ছাত্র সংসদের জিএস ও ছাত্রলীগ কর্মী সজীবুল হাসান সহ দুই জনকে কুপিয়ে আহত ও প্রতিপক্ষের ধাওয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতের ঘটনায় থানায় মারামারি মামলা দায়ের করা হয়েছে।

আজ বিকালে আহত সজিব আহমেদ বাদী হয়ে ভেটেরিনারী কলেজের সাবেক শিক্ষার্থী ও জেলা ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি ফাহিম হাসানকে প্রধান আসামী করে ৮ জনের নামক উল্লেখ সহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, মামলার আসামীদের ধরতে কাজ করছে পুলিশ।

উল্লেখ্য, ঝিনাইদহে ছাত্রলীগের এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলার অভিযোগ উঠেছে। হামলা থেকে রক্ষা পেতে দ্রুত পালানোর সময় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের একটি গ্রুপের ৩ নেতা-কর্মী নিহত হয়েছেন। ওই ঘটনায় ছাত্রলীগের আরেক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে।

নিহতরা হলেন— ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি মুরাদ বিশ্বাস, ছাত্রলীগ কর্মী ও ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী তৌহিদ ও সমরেশ হোসেন ছমির।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের আঠারো মাইল নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ওই ঘটনায় ভেটেরিনারি কলেজের জিএস সজিবকে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগের আরেকটি গ্রুপের সদস্যরা।

Tag :

ঝিনাইদহে ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিমসহ ৮ জনের নামে মামলা

Update Time : ০৬:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহে নেতৃত্ব দেওয়া নিয়ে ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলের জেরে সরকারী ভেটেরিনারী কলেজ ছাত্র সংসদের জিএস ও ছাত্রলীগ কর্মী সজীবুল হাসান সহ দুই জনকে কুপিয়ে আহত ও প্রতিপক্ষের ধাওয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতের ঘটনায় থানায় মারামারি মামলা দায়ের করা হয়েছে।

আজ বিকালে আহত সজিব আহমেদ বাদী হয়ে ভেটেরিনারী কলেজের সাবেক শিক্ষার্থী ও জেলা ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি ফাহিম হাসানকে প্রধান আসামী করে ৮ জনের নামক উল্লেখ সহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, মামলার আসামীদের ধরতে কাজ করছে পুলিশ।

উল্লেখ্য, ঝিনাইদহে ছাত্রলীগের এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলার অভিযোগ উঠেছে। হামলা থেকে রক্ষা পেতে দ্রুত পালানোর সময় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের একটি গ্রুপের ৩ নেতা-কর্মী নিহত হয়েছেন। ওই ঘটনায় ছাত্রলীগের আরেক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে।

নিহতরা হলেন— ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি মুরাদ বিশ্বাস, ছাত্রলীগ কর্মী ও ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী তৌহিদ ও সমরেশ হোসেন ছমির।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের আঠারো মাইল নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ওই ঘটনায় ভেটেরিনারি কলেজের জিএস সজিবকে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগের আরেকটি গ্রুপের সদস্যরা।