ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উমেদপুর ইউনিয়নের বর্তমান সদস্য কফিল উদ্দিন ও সাবেক সদস্য আবুল হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে কফিলের সমর্থক রমজান ও তার ছেলে বাবু মাঠে ধানের ক্ষেতে পানি নিতে গেলে প্রতিপক্ষরা তাদের মারধর করে। এ খবর এলকায় ছড়িয়ে পড়লে কফিলের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আবুলের সমর্থকদের বাড়িতে হামলা করে। এসময় ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। বাঁধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

Update Time : ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উমেদপুর ইউনিয়নের বর্তমান সদস্য কফিল উদ্দিন ও সাবেক সদস্য আবুল হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে কফিলের সমর্থক রমজান ও তার ছেলে বাবু মাঠে ধানের ক্ষেতে পানি নিতে গেলে প্রতিপক্ষরা তাদের মারধর করে। এ খবর এলকায় ছড়িয়ে পড়লে কফিলের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আবুলের সমর্থকদের বাড়িতে হামলা করে। এসময় ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। বাঁধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।