মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
শ্যালোমেশিন দিয়ে ধানের জমিতে পানি দেওয়ার সময় বজ্রপাতে মতিয়ার রহমান (৩৮) নামের এক কৃষকের করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুর ১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাশিপুর গ্রামের মাঠে।
নিহত কৃষক মতিয়ার রহমান মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের শরবত আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, সকালে ধানের জমিতে পানি দেওয়ার জন্য বাড়ী থেকে বের হয় মতিয়ার রহমান। পরে দুপুরে হঠাৎ বৃষ্টির সাথে শুরু হয় বজ্রপাত। বজ্রপাতটি তার গায়ে পড়ায় মাঠেই তার মৃত্যু হয়।
ঘটনাটি নিশ্চিত করে মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, বুধবার দুপুরে মতিয়ার রহমান নিজের শ্যালোমেশিন দিয়ে ধানের জমিতে পানি দেওয়ার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।