ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় বাস চাপায় দুই যুবক নিহত

  • Reporter Name
  • Update Time : ০৭:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • ২০০ বার পড়া হয়েছে।

খুলনাঃ

বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী দূরপাল্লার বাসের চাপায় আব্দুল্লাহ আল শাহরিয়ার (২০) ও জোবায়ের হাসনাত (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৩) বিকেলে খুলনা-মাওলা মহাসড়কের রাজপাট এলাকায় ঢাকাগামী রাজিব নামের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে এই দূর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পে রেখেছে পুলিশ।

নিহত আব্দুল্লাহ আল শাহরিয়ার খুলনা শহরের ১১২ বিকে মেইন রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং জোবায়ের হাসনাত একই এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে। গোপালগঞ্জের একটি বিবাহ অনুষ্ঠান থেকে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়েন এই দুই যুবক।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ আবুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছিলাম। চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ আমাদের ক্যাম্পে রয়েছে। স্বজনদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া চাপা দেওয়া যাত্রীবাহী বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইকরাম হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জনকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে এসেছিল পুলিশ।

Tag :

খুলনায় বাস চাপায় দুই যুবক নিহত

Update Time : ০৭:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২

খুলনাঃ

বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী দূরপাল্লার বাসের চাপায় আব্দুল্লাহ আল শাহরিয়ার (২০) ও জোবায়ের হাসনাত (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৩) বিকেলে খুলনা-মাওলা মহাসড়কের রাজপাট এলাকায় ঢাকাগামী রাজিব নামের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে এই দূর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পে রেখেছে পুলিশ।

নিহত আব্দুল্লাহ আল শাহরিয়ার খুলনা শহরের ১১২ বিকে মেইন রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং জোবায়ের হাসনাত একই এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে। গোপালগঞ্জের একটি বিবাহ অনুষ্ঠান থেকে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়েন এই দুই যুবক।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ আবুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছিলাম। চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ আমাদের ক্যাম্পে রয়েছে। স্বজনদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া চাপা দেওয়া যাত্রীবাহী বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইকরাম হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জনকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে এসেছিল পুলিশ।