ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রীর প্যান্টে মিললো ৯পিস স্বর্ণের বার

  • Reporter Name
  • Update Time : ০১:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • ১৬২ বার পড়া হয়েছে।

সবুজদেশ ডেস্কঃ

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ৯ পিস স্বর্ণের বারসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। আটকের নাম সিদ্দিকুর রহমান (৪৬)। সে বরগুনা জেলার বামনা থানার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে।

সোমবার (৭ নভেম্বর) সকাল ৮ টার দিকে ভারতে যাওয়ার সময় যাত্রী সিদ্দিকুর রহমানকে আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ৪৪ গ্রাম। বাজার মূল্য ৮০ লাখ টাকা।

বেনাপোল কাস্টম হাউজের শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, বেনাপোল দিয়ে একজন পাসপোর্ট যাত্রী স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা ইমিগ্রেশন এলাকায় গোপন অবস্থানে থাকে। পরে স্বর্ন পাচারকারী পাসপোর্ট যাত্রী সিদ্দিকুর তার পাসপোর্টের সকল কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের প্রাক্কালে সন্দেহজনক ভাবে তাকে আটক করা হয়।

এ সময় তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯ পিস স্বর্ণের বার পাওয়া যায় এবং তাকে আটক করা হয়। আটক স্বর্ণ পাচারকারীকে মামলা দিয়ে স্বর্নের বারসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে গত ২৪ ঘন্টায় সীমান্ত থেকে দুই কেজি দুশো গ্রাম স্বর্নের বার আটক করলো শুল্ক গোয়েন্দা ও বিজিবি সদস্যরা। এ সময় ২ পাচারকারীকে ও আটক করে তারা।

Tag :
জনপ্রিয়

নভেম্বরেই দেশে ফিরছেন তারেক রহমান, বিএনপি তারিখ জানাবে শিগগিরই

যাত্রীর প্যান্টে মিললো ৯পিস স্বর্ণের বার

Update Time : ০১:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২

সবুজদেশ ডেস্কঃ

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ৯ পিস স্বর্ণের বারসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। আটকের নাম সিদ্দিকুর রহমান (৪৬)। সে বরগুনা জেলার বামনা থানার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে।

সোমবার (৭ নভেম্বর) সকাল ৮ টার দিকে ভারতে যাওয়ার সময় যাত্রী সিদ্দিকুর রহমানকে আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ৪৪ গ্রাম। বাজার মূল্য ৮০ লাখ টাকা।

বেনাপোল কাস্টম হাউজের শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, বেনাপোল দিয়ে একজন পাসপোর্ট যাত্রী স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা ইমিগ্রেশন এলাকায় গোপন অবস্থানে থাকে। পরে স্বর্ন পাচারকারী পাসপোর্ট যাত্রী সিদ্দিকুর তার পাসপোর্টের সকল কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের প্রাক্কালে সন্দেহজনক ভাবে তাকে আটক করা হয়।

এ সময় তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯ পিস স্বর্ণের বার পাওয়া যায় এবং তাকে আটক করা হয়। আটক স্বর্ণ পাচারকারীকে মামলা দিয়ে স্বর্নের বারসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে গত ২৪ ঘন্টায় সীমান্ত থেকে দুই কেজি দুশো গ্রাম স্বর্নের বার আটক করলো শুল্ক গোয়েন্দা ও বিজিবি সদস্যরা। এ সময় ২ পাচারকারীকে ও আটক করে তারা।