ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে রুপার গহনাও ফেনসিডিল সহ আটক ২

  • Reporter Name
  • Update Time : ০৬:২৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • ২০৩ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের মহেশপুরের বজরাপুর এলাকা থেকে বিপুল পরিমাণ রুপার গহনা ও ফেনসিডিল সহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ সকাল ৯ টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃত বিল্লাল হোসেন (৩৮) মহেশপুরের বৈচিতলা এলাকার আনসার আলীর ছেলে এবং সাব্বির হোসেন (২২) ঢাকা উত্তরা থানার দিয়াবাড়ী এলাকার আফসার উদ্দিনের ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, সকালে গোয়েন্দা পুলিশের একটি টিম জেলার মহেশপুর উপজেলার বজরাপুর এলাকায় চেকপোস্ট বসায়। সেসময় মহেশপুর এলাকা থেকে ঢাকাগামী ও স্থানীয় রুটের যাত্রীবাহী বাসে তল্লাসী করা অবস্থায় পিছনের একটি বাস থেকে পালানোর চেষ্টা করে বিল্লাল হোসেন। তখন তাকে আটক করে দেহ তল্লাসী করে ১ কেজি ১শ ২৯ গ্রাম রুপার গহনা উদ্ধার করা হয়। এর আনুমানিক মুল্য ৬৭ হাজার টাকা। ওই গহনা মহেশপুর থেকে অবৈধভাবে কালীগঞ্জ এলাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

একই সময় অপর একটি বাসে তল্লাসী করে সাব্বিরকে আটক করা হয়। সেসময় তার কাছে থাকা ব্যাগ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এগুলো ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান তিনি। তাদের বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে মামলা করে থানায় সোপর্দ করা হবে।

Tag :
জনপ্রিয়

ঝিনাইদহে রুপার গহনাও ফেনসিডিল সহ আটক ২

Update Time : ০৬:২৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের মহেশপুরের বজরাপুর এলাকা থেকে বিপুল পরিমাণ রুপার গহনা ও ফেনসিডিল সহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ সকাল ৯ টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃত বিল্লাল হোসেন (৩৮) মহেশপুরের বৈচিতলা এলাকার আনসার আলীর ছেলে এবং সাব্বির হোসেন (২২) ঢাকা উত্তরা থানার দিয়াবাড়ী এলাকার আফসার উদ্দিনের ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, সকালে গোয়েন্দা পুলিশের একটি টিম জেলার মহেশপুর উপজেলার বজরাপুর এলাকায় চেকপোস্ট বসায়। সেসময় মহেশপুর এলাকা থেকে ঢাকাগামী ও স্থানীয় রুটের যাত্রীবাহী বাসে তল্লাসী করা অবস্থায় পিছনের একটি বাস থেকে পালানোর চেষ্টা করে বিল্লাল হোসেন। তখন তাকে আটক করে দেহ তল্লাসী করে ১ কেজি ১শ ২৯ গ্রাম রুপার গহনা উদ্ধার করা হয়। এর আনুমানিক মুল্য ৬৭ হাজার টাকা। ওই গহনা মহেশপুর থেকে অবৈধভাবে কালীগঞ্জ এলাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

একই সময় অপর একটি বাসে তল্লাসী করে সাব্বিরকে আটক করা হয়। সেসময় তার কাছে থাকা ব্যাগ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এগুলো ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান তিনি। তাদের বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে মামলা করে থানায় সোপর্দ করা হবে।