নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে নিহত যুবলীগ নেতার মরদেহ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় জনতা।
বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে যশোর থেকে যুবলীগ নেতা আরিফুল ইসলামের মরদেহ নিয়ে এ্যাম্বুলেন্সটি কালীগঞ্জ শহরে পৌঁছালে বিক্ষোভ মিছিল করে তারা। বিক্ষোভ মিছিলটি শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন, সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের স্ত্রী শামীম আরা মান্নান, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ নিহতের গ্রামের বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় পৌরসভার ৮নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর বেদে পল্লীতে দুই পক্ষের সংঘর্ষে আরিফুল ইসলাম নামে ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নিহত হয়েছেন। নিহত আরিফ কাশিপুর গ্রামের মৃত ইব্রাহিম লস্কারের ছেলে ও পৌরসভার ৮নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়াও আরিফুল ২০২১ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন।
ভিডিও…