চীন-রাশিয়াকে টেক্কা দেবে মার্কিন বোমারু বি-২১
সবুজদেশ ডেস্কঃ
চীন ও রাশিয়ার যুদ্ধবিমানকে টেক্কা দিতে অত্যাধুনিক পারমাণবিক বোমা বহনকারী জঙ্গিবিমান তৈরি করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগন শুক্রবার নতুন এ বি-২১ বোমারু বিমান উন্মুচন করেছে। খবর আরব নিউজের।
গত ৩০ বছর যাবত যে সব বোমারু বিমান বানানো হয়েছে, এগুলোর মধ্যে সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন বিমান এটি।
বি-২১ বিমানের সবগুলো কারিগরি দিকই আপগ্রেড করা হয়েছে অন্যসব যুদ্ধবিমান থেকে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে আছে, বি-১ লেঞ্ঝার, বি-২ স্পিরিট ও বি-৫২ বোমারু বিমান। এগুলো থেকে অত্যাধুনিক এবং রাডার ফাঁকি দিয়ে শত্রুপক্ষের অবস্থানে দ্রুত হামলা করতে সক্ষম যুক্তরাষ্ট্রের নতুন বোমারু বিমান বি-২১।