ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তাস নিয়ে বাগবিতণ্ডা, বন্ধুকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • ১৮৮ বার পড়া হয়েছে।

নড়াইলঃ

নড়াইলে তাস নিয়ে বাগবিতণ্ডার জেরে বন্ধুকে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের শোলপুরে এ ঘটনা ঘটে। নিহত স্বাগত বৈরাগী (২২) ওই গ্রামের খোকন বৈরাগীর ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, স্বাগত তার প্রতিবেশী ও বন্ধুরা মিলে শুক্রবার রাত ১টার ব্রাজিল-ক্যামেরুনের খেলা দেখার অপেক্ষা করছিল। রাত ১০টার পরে স্বাগত একসেট তাস প্রতিবেশী বন্ধু পিন্টু বিশ্বাসের (২২) কাছে রাখে। রাত ১১টার দিকে তাস খেলার জন্য পিন্টুর কাছে ওই তাস চাইলে নেই বলে জানায়।

এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে পিন্টুসহ কয়েকজন মিলে স্বাগতকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিঙ্গাশোলপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম হিটু বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে। এটা খুবই দুঃখজনক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে অভিযুক্তরা পালিয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয়

মহেশপুরে নারী ফুটবল ম্যাচে দর্শকদের হামলা

তাস নিয়ে বাগবিতণ্ডা, বন্ধুকে কুপিয়ে হত্যা

Update Time : ০৬:৩৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২

নড়াইলঃ

নড়াইলে তাস নিয়ে বাগবিতণ্ডার জেরে বন্ধুকে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের শোলপুরে এ ঘটনা ঘটে। নিহত স্বাগত বৈরাগী (২২) ওই গ্রামের খোকন বৈরাগীর ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, স্বাগত তার প্রতিবেশী ও বন্ধুরা মিলে শুক্রবার রাত ১টার ব্রাজিল-ক্যামেরুনের খেলা দেখার অপেক্ষা করছিল। রাত ১০টার পরে স্বাগত একসেট তাস প্রতিবেশী বন্ধু পিন্টু বিশ্বাসের (২২) কাছে রাখে। রাত ১১টার দিকে তাস খেলার জন্য পিন্টুর কাছে ওই তাস চাইলে নেই বলে জানায়।

এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে পিন্টুসহ কয়েকজন মিলে স্বাগতকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিঙ্গাশোলপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম হিটু বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে। এটা খুবই দুঃখজনক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে অভিযুক্তরা পালিয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।