ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Reporter Name

সাতক্ষীরাঃ

সাতক্ষীরায় বাসের ধাক্কায় পলাশ (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে সাতক্ষীরার ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা। পুলিশ ঘাতক বাস ও চালককে থানা হেফাজতে রেখেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নারান চন্দ্র সরকার বলেন, ‘ডলফিন পরিবহনের একটি বাস বরিশাল থেকে সাতক্ষীরার শ্যামনগরের উদ্দেশ্যে আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি মোটরসাইকেলকে টেনে হেঁচড়ে ৪০০ ফুট দূরে নিয়ে যায়। এ সময় বাসটি একটি ভ্যানকেও চাপা দেয়। মোরসাইকেলে থাকা দুজনকে গুরুতর অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। অপরজনকে খুলনা মেডিকেল কলেজে রেফার করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল ইসলাম খান বলেন, ঘাতক বাসচালককে আটক করা হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

About Author Information
Update Time : ০৪:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
১০৯ Time View

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Update Time : ০৪:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২

সাতক্ষীরাঃ

সাতক্ষীরায় বাসের ধাক্কায় পলাশ (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে সাতক্ষীরার ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা। পুলিশ ঘাতক বাস ও চালককে থানা হেফাজতে রেখেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নারান চন্দ্র সরকার বলেন, ‘ডলফিন পরিবহনের একটি বাস বরিশাল থেকে সাতক্ষীরার শ্যামনগরের উদ্দেশ্যে আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি মোটরসাইকেলকে টেনে হেঁচড়ে ৪০০ ফুট দূরে নিয়ে যায়। এ সময় বাসটি একটি ভ্যানকেও চাপা দেয়। মোরসাইকেলে থাকা দুজনকে গুরুতর অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। অপরজনকে খুলনা মেডিকেল কলেজে রেফার করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল ইসলাম খান বলেন, ঘাতক বাসচালককে আটক করা হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।