নয়াপল্টন থেকে রিজভী গ্রেপ্তার
সবুজদেশ ডেস্কঃ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বর) বিকালে তাকে গ্রেপ্তার করা হয়।
নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে মকবুল আহমেদ নামের একজন নিহত হয়েছেন। ঘটনার পর তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।
নিহত মকবুলের মরদেহ মর্গে রাখা হয়েছে বলেও জানান বাচ্চু মিয়া।
এর আগে, নয়াপল্টন এলাকায় বেলা সোয়া ৩টা থেকে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। বিকাল সাড়ে চারটা পর্যন্ত এ সংঘর্ষে আহত হন আটজন। তাদের ঢামেক হাসপাতালে আনা হলে মকবুল মারা যান।