নিজস্ব প্রতিবেদক:
কাতারে চলছে ফিফা ফুটবল বিশ্বকাপ। আর এর উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এদিক দিয়ে পিছিয়ে নেই বাংলাদেশও। ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে চলছে এক প্রকার যুদ্ধ। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় চলছে ফুটবল বিশ্বকাপ নিয়ে তর্ক-বিতর্ক।
আর এরমধ্যেই ঝিনাইদহের কালীগঞ্জ শহরের চাপালী মাঠে অনুষ্ঠিত হয়ে গেল আর্জেন্টিনা ও ব্রাজিল এই দেশের সমর্থকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ। শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় চাপালী যুব সংঘের আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলার প্রথম থেকেই ব্রাজিল সমর্থক ফুটবল একাদশকে কোনঠাসা করে রাখে আর্জেন্টিনা সমর্থক ফুটবল একাদশ। ব্রাজিল সমর্থক একাদশের গোলরক্ষক সাইদের নৈপুণ্যে গোল দিতে ব্যর্থ হয় আর্জেন্টিনা সমর্থক ফুটবল একাদশের খেলোয়াড়েরা। খেলার ১০ মিনিটের মাথায় আর্জেন্টিনা সমর্থক ফুটবল একাদশের লিটনের বাড়ানো বলে সানির জোরালো শট জালে জড়ায়। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা সমর্থক ফুটবল একাদশ।
বিরতির পর একে অপরের জালে বল জড়াতে মরিয়া হয়ে ওঠে দুই দলের খেলোয়াড়েরা। গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল সমর্থক ফুটবল একাদশের খেলোয়াড়েরা। আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলতে থাকে দুই দলের খেলোয়াড়দের পায়ের জাদু। কিন্তু আর কোন গোলের দেখা না পেয়ে ১-০ গোলে ব্রাজিল সমর্থক ফুটবল একাদশকে হারায় আর্জেন্টিনা সমর্থক ফুটবল একাদশ।
ভিডিও…