ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হাতির পিঠে চড়ে বিয়ে!

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ

পিতার ইচ্ছা পূরন করতে হাতির পিঠে চড়ে রাজকীয় পোশাক ও হাতে তরবারি নিয়ে বিয়ে করতে গেলেন রাফাতুজ্জামান প্রান্ত নামে এক যুবক।

বৃহস্পতিবার দুপুরে শহরের ব্যাপারীপাড়ার পাগলকানাই থেকে পায়রা চত্বর ঘুরে ঝিনাইদহ জোহান পার্কের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সুসজ্জিত হাতি ও বরকে দেখার জন্য রাস্তার দুই পাশে উৎসুখ জনতা ভিড় জমায়। বর রাফাতুজ্জামান প্রান্ত ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার পাগলাকানাই এলাকার এনজিও কর্মকর্তা আবু বকর ও বদরুন নাহার রুমা দম্পত্তির ছেলে।

আবু বকর জানান, তার দর্ঘদিনে শখ ছেলেকে হাতির পিঠে বর সাজিয়ে বিয়ে দিবেন। সেই ইচ্ছা পুরণ করতেই বৃহস্পতিবার ছেলেকে রাজকীয় সাজে সজ্জিত করে হাতির পিঠে উঠিয়ে কনের বাড়িতে পাঠান। জানা গেছে, ঝিনাইদহ শহরের সিএন্ডবি পুকুর পাড় এলাকার উপ-শহরপাড়ার মীর আমিরুল ইসলাম সেলিম ও শাহানারা পারভীন রঞ্জু দম্পত্তির মেয়ে জান্নাতুল ফিজা উম্মির সঙ্গে প্রান্তর বিয়ে হয়। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বরযাত্রী নিয়ে রাফাতুজ্জামান প্রান্ত বিয়ের অনুষ্ঠানের হাজির হন। বর পক্ষের অন্যান্য লোকজন মাইক্রোবাস ও মোটরসাইকেল যোগে অনুষ্ঠানে পৌঁছান।

বিষয়টি নিয়ে উপ-শহর পাড়ার আব্দুর রকিব জানান, প্রতিবেশির মেয়েকে হাতির পিঠে চড়ে বিয়ে করতে আশায় মহল্লাবাসি বেশি আনন্দিত। তারা নবদম্পত্তিকে মোবারকবাদ জানিয়ে বরণ করে নেন।

Tag :

About Author Information
Update Time : ০৬:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
৮৮ Time View

হাতির পিঠে চড়ে বিয়ে!

Update Time : ০৬:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

পিতার ইচ্ছা পূরন করতে হাতির পিঠে চড়ে রাজকীয় পোশাক ও হাতে তরবারি নিয়ে বিয়ে করতে গেলেন রাফাতুজ্জামান প্রান্ত নামে এক যুবক।

বৃহস্পতিবার দুপুরে শহরের ব্যাপারীপাড়ার পাগলকানাই থেকে পায়রা চত্বর ঘুরে ঝিনাইদহ জোহান পার্কের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সুসজ্জিত হাতি ও বরকে দেখার জন্য রাস্তার দুই পাশে উৎসুখ জনতা ভিড় জমায়। বর রাফাতুজ্জামান প্রান্ত ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার পাগলাকানাই এলাকার এনজিও কর্মকর্তা আবু বকর ও বদরুন নাহার রুমা দম্পত্তির ছেলে।

আবু বকর জানান, তার দর্ঘদিনে শখ ছেলেকে হাতির পিঠে বর সাজিয়ে বিয়ে দিবেন। সেই ইচ্ছা পুরণ করতেই বৃহস্পতিবার ছেলেকে রাজকীয় সাজে সজ্জিত করে হাতির পিঠে উঠিয়ে কনের বাড়িতে পাঠান। জানা গেছে, ঝিনাইদহ শহরের সিএন্ডবি পুকুর পাড় এলাকার উপ-শহরপাড়ার মীর আমিরুল ইসলাম সেলিম ও শাহানারা পারভীন রঞ্জু দম্পত্তির মেয়ে জান্নাতুল ফিজা উম্মির সঙ্গে প্রান্তর বিয়ে হয়। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বরযাত্রী নিয়ে রাফাতুজ্জামান প্রান্ত বিয়ের অনুষ্ঠানের হাজির হন। বর পক্ষের অন্যান্য লোকজন মাইক্রোবাস ও মোটরসাইকেল যোগে অনুষ্ঠানে পৌঁছান।

বিষয়টি নিয়ে উপ-শহর পাড়ার আব্দুর রকিব জানান, প্রতিবেশির মেয়েকে হাতির পিঠে চড়ে বিয়ে করতে আশায় মহল্লাবাসি বেশি আনন্দিত। তারা নবদম্পত্তিকে মোবারকবাদ জানিয়ে বরণ করে নেন।