ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি

Reporter Name

যশোরেঃ

ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়ে অবৈধভাবে শ্রমিকের কাজ করার অপরাধে গ্রেফতার হয়ে ৩ থেকে ৫ মাস সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

অভিযুক্তরা হলেন- সাতক্ষীরার আশাশুনি থানার রামপদ বিশ্বাস (৪০), শংকর কুমার (৩৯), রবীন্দ্র লাল (৪৫), চন্দন কুমার (৩৭), ধর্মদাস (৪৮), দেবাশিষ (৪৩), বাবু (৪৫), দেবপ্রদীপ (৪২), গোবিন্দ (২৯), তপন কুমার বিশ্বাস (৩২), মিলন মাঝি (৩৪), হরিদাস কুমার মঝি (৫৪), দিপংকর (৩৪), সুমেশ কুমার (৪৩), গৌরপদ মাঝি (৩৮), অমৃত মাঝি (৩৯) ও চট্টগ্রামের রাউজানের আদেশ কুমার বড়ুয়া (৪৫)।

ভারত থেকে ফিরে আসা শংকর কুমার বলেন, সংসারে অভাব-অনটনের কারণে আয়-রোজগারের আসায় এক বছরের ট্যুরিস্ট মাল্টিপল ভিসা নিয়ে ভারতের ব্যাঙ্গালুরু শহরে যান। পরে সেখানে বিভিন্ন পেশায় শ্রমিকের কাজ করতেন। এ অপরাধে ভারতের পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখে। পরে শনিবার তাদের দেশে পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভারতীয় পুলিশ জনিয়েছে অভিযুক্তরা বাংলাদেশি পাসপোর্টে ভারতে গিয়ে ব্যাঙ্গালুরুতে শ্রমিকের কাজ করতেন। পুলিশ জানতে পেরে তাদের আটক করে। এরা বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে গত বছরের ১৬ ডিসেম্বর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যান।

ফিরে আসা বাংলাদেশিদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা ‘রাইটস যশোর’ তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।

এ বিষয়ে ‘যশোর রাইটস’র এরিয়া কোয়ার্ডিনেটর বজলুর রহমান বলেন, প্রাথমিকভাবে তাদের যশোরে সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারকে খবর দিয়ে হস্তান্তর করা হবে।

Tag :

About Author Information
Update Time : ১২:৩০:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
৭১ Time View

ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি

Update Time : ১২:৩০:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২

যশোরেঃ

ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়ে অবৈধভাবে শ্রমিকের কাজ করার অপরাধে গ্রেফতার হয়ে ৩ থেকে ৫ মাস সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

অভিযুক্তরা হলেন- সাতক্ষীরার আশাশুনি থানার রামপদ বিশ্বাস (৪০), শংকর কুমার (৩৯), রবীন্দ্র লাল (৪৫), চন্দন কুমার (৩৭), ধর্মদাস (৪৮), দেবাশিষ (৪৩), বাবু (৪৫), দেবপ্রদীপ (৪২), গোবিন্দ (২৯), তপন কুমার বিশ্বাস (৩২), মিলন মাঝি (৩৪), হরিদাস কুমার মঝি (৫৪), দিপংকর (৩৪), সুমেশ কুমার (৪৩), গৌরপদ মাঝি (৩৮), অমৃত মাঝি (৩৯) ও চট্টগ্রামের রাউজানের আদেশ কুমার বড়ুয়া (৪৫)।

ভারত থেকে ফিরে আসা শংকর কুমার বলেন, সংসারে অভাব-অনটনের কারণে আয়-রোজগারের আসায় এক বছরের ট্যুরিস্ট মাল্টিপল ভিসা নিয়ে ভারতের ব্যাঙ্গালুরু শহরে যান। পরে সেখানে বিভিন্ন পেশায় শ্রমিকের কাজ করতেন। এ অপরাধে ভারতের পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখে। পরে শনিবার তাদের দেশে পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভারতীয় পুলিশ জনিয়েছে অভিযুক্তরা বাংলাদেশি পাসপোর্টে ভারতে গিয়ে ব্যাঙ্গালুরুতে শ্রমিকের কাজ করতেন। পুলিশ জানতে পেরে তাদের আটক করে। এরা বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে গত বছরের ১৬ ডিসেম্বর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যান।

ফিরে আসা বাংলাদেশিদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা ‘রাইটস যশোর’ তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।

এ বিষয়ে ‘যশোর রাইটস’র এরিয়া কোয়ার্ডিনেটর বজলুর রহমান বলেন, প্রাথমিকভাবে তাদের যশোরে সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারকে খবর দিয়ে হস্তান্তর করা হবে।