নিজস্ব প্রতিবেদক:
ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কালীগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্টা বাষিকী পালিত হয়েছে। বুধবার দিনব্যাপি প্রতিষ্টাবাষিকীর বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, কেক কাটা ও সন্ধ্যায় মনোজ্ঞ ব্যান্ড শোর আয়োজন করা হয়।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের উপস্থিতিতে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ভ’ষনস্কুলে এসে শেষ হয়। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে সরকারি নলডাঙ্গা ভ’ষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হয়।
এরপর ভূষন স্কুল মাঠে ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদিকা মুমতারিন ফেরদৌস ডরিনের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক রিয়াজ মোল্ল্যার সঞ্চালনায় সভাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানী ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল।
শেষে সন্ধ্যায় প্রতিষ্টাবার্ষিকীর কেক কাটা শেষে এক ব্যান্ড শো সঙ্গীত অনুষ্টানের আয়োজন করা হয়েছে।
ভিডিও…