বাবরের পাশে দাড়ালেন মিসবাহ
সবুজদেশ ডেস্কঃ
বেশ অনেকদিন ধরেই বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা চলছে পাকিস্তান ক্রিকেটে। পাকিস্তানের একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খুব দ্রুতই অধিনায়কত্ব হারাতে চলেছেন বাবর।
পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) রদবদল হয়েছে বেশ কয়েকদিন আগে। চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হয়েছেন রমিজ রাজ। এবার সেই পরিণতি হতে পারে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমেরও।
টেস্ট ও ওয়ানডেতে নতুন অধিনায়ক হিসেবে শান মাসুদকে বিবেচনা করছে পিসিবি। যাকে ইতিমধ্যে ওয়ানডে ও টেস্টের সহ-অধিনায়ক করা হয়েছে। তবে আপাতত হয়তো টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে টিকে যেতে পারেন বাবর।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক কাম কোচ মিসবাহ-উল-হক দাবি করেছেন, বাবরের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
মিসবাহর দাবি, বাবর আজমের অবস্থান নড়বড়ে করে দিতে কোনো একটি পক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটা হলে পাকিস্তান ক্রিকেটেরই ক্ষতি হবে, সতর্ক করে দিলেন তিনি।
লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিসবাহ বলেন, “ক্রিকেট আমার রক্তে। আমি সবসময় ম্যাচ দেখি এবং এটা নিয়ে পড়ে থাকিও। আমি যা দেখছি এখন, দলে বাবর আজমের অবস্থান নড়বড়ে করার চেষ্টা করা হচ্ছে।”