নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় লাল্টু মিয়া (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চাঁদপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত লাল্টু মিয়া উপজেলার হিতামপুর গ্রামের কলিমুদ্দিনের ছেলে।
শৈলকুপার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাটুই বাজার থেকে নিহত লাল্টু মিয়া ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে চাঁদপুর নামক স্থানে এসে পৌঁছালে কুষ্টিয়া থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার এ এস আই নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।