সবুজদেশ ডেস্কঃ
জয়পুরহাট-ক্ষেতলাল সড়কের মালিপাড়া এলাকায় ট্রাকচাপায় একটি সিএনজি চালিত অটোরিকশার ৬ আরোহী নিহত হয়েছেন।সোমবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ২ জন, হাসপাতালে নেওয়ার পথে ৩ জন এবং জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন।
পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিবুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।