ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণা, আটক ৩

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে।

সবুজদেশ ডেস্কঃ

যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণার অভিযোগে চট্টগ্রাম বায়োজিদ বোস্তামি এলাকা থেকে তিনজনকে আটক করেছে যশোর পুলিশ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে যশোর কোতোয়ালি থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

আটকরা হলেন খাগড়াছড়ির মানিকছড়ি এলাকার শুকুর আলী (২৮), পাবনার সাঁথিয়ার নুরদহ এলাকার মহিউদ্দিন শেখ (২২) ও চট্টগ্রামের পতেঙ্গালী এলাকার শাকিল হোসেন (৫০)।

পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে অনলাইন প্রতারণার বেশ কয়েকটি অভিযোগ আসে পুলিশের কাছে। অভিযোগ তদন্ত নেমে তারা প্রতারণার সঙ্গে জড়িত একটি গ্রুপকে শনাক্ত করেন। গ্রুপটি যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রির নামে প্রতারণা করে আসছিল। তারা গ্রাহকদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিয়ে পণ্য সরবরাহ করতেন না। এরপর অভিযান চালিয়ে শনিবার বিকেলে চট্টগ্রামের বায়োজিদ বোস্তামি থানা এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩২টি মোবাইল ফোন, ২০টি সিম, তিনটি কম্পিউটারসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, আটকদের ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্টগুলো স্থগিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Tag :

যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণা, আটক ৩

Update Time : ০৯:৪৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩

সবুজদেশ ডেস্কঃ

যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণার অভিযোগে চট্টগ্রাম বায়োজিদ বোস্তামি এলাকা থেকে তিনজনকে আটক করেছে যশোর পুলিশ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে যশোর কোতোয়ালি থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

আটকরা হলেন খাগড়াছড়ির মানিকছড়ি এলাকার শুকুর আলী (২৮), পাবনার সাঁথিয়ার নুরদহ এলাকার মহিউদ্দিন শেখ (২২) ও চট্টগ্রামের পতেঙ্গালী এলাকার শাকিল হোসেন (৫০)।

পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে অনলাইন প্রতারণার বেশ কয়েকটি অভিযোগ আসে পুলিশের কাছে। অভিযোগ তদন্ত নেমে তারা প্রতারণার সঙ্গে জড়িত একটি গ্রুপকে শনাক্ত করেন। গ্রুপটি যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রির নামে প্রতারণা করে আসছিল। তারা গ্রাহকদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিয়ে পণ্য সরবরাহ করতেন না। এরপর অভিযান চালিয়ে শনিবার বিকেলে চট্টগ্রামের বায়োজিদ বোস্তামি থানা এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩২টি মোবাইল ফোন, ২০টি সিম, তিনটি কম্পিউটারসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, আটকদের ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্টগুলো স্থগিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।