নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহ সদর উপজেলার নগর বাথান বাজারে রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ মৃত্যৃ হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। আনুমানিক ৭০ বছর বয়সী ওই বৃদ্ধের পরিচয় জানা যায়নি।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার রউফ মোল্লা জানান, বিকালে রাস্তার পাশে দাড়িয়ে ছিল ওই বৃদ্ধ। সেসময় ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা গামী একটি ট্রাক তাকে চাপা দেয়। তখন ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা করছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।