নিজস্ব প্রতিবেদকঃ
“শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য সামনে নিয়ে মহান মে দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র কাইয়ূম শাহারিয়ার জাহেদী হিজলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, শ্রমিক মালিকদের ঐক্যবদ্ধ হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান। এমনকি শ্রমিকরা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিন না হয় সেদিকে সরকারের যথেষ্ঠ ভুমিকা রয়েছে।