নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম রবি অল্পের জন্য রক্ষা পেয়েছেন সড়ক দুর্ঘটনা থেকে। তিনি গতকাল সকালে উপজেলার বলরামপুর গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কালীগঞ্জ শহরে ফিরছিলেন। পথিমধ্যে কালীগঞ্জ-কোলা সড়কের বলরামপুর এলাকায় নির্মাণাধীন ব্রীজের বিকল্প সড়কে ট্রাক অতিক্রম করার সময় পা পিছলিয়ে ১৫ ফুট নিচে গর্তের মধ্যে পড়ে যান। এ সময় তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
সাংবাদিক আনোয়ারুল ইসলাম জানান, তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছেন। ব্রীজের বিকল্প সড়কটি অত্যন্ত নিম্নমানের হওয়ায় তিনি দুর্ঘটনার স্বীকার হয়েছেন। সড়ক থেকে প্রায় ১৫ ফুট গভীরে একটি গর্তে পড়ে যায়। ঐ গর্তেই ছিল ব্রীজ ভাঙার পলেস্তারা। যার উপরে পড়লে আমি শারিরীকভাবে বেশ ক্ষতি ক্ষতিগ্রস্থ হতাম। সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।