ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে ২ দিন ব্যাপী ফুল মেলা শুরু

  • Reporter Name
  • Update Time : ০৯:১৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ

আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফুল ব্যবসার সম্প্রসারণ ও ইকোলজিক্যাল ফার্মিং এর লক্ষ্যে ঝিনাইদহে ২ দিন ব্যাপী ফুল মেলা শুরু হয়েছে।

শুক্রবার দুপুরে সদর উপজেলার গান্না সরকারি প্রাথমি বিদ্যালয় মাঠে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আওতায় রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

আরআরএফ’র নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী। বিশেষ অতিথি ছিলেন গান্না ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, আলহাজ¦ মসিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা শাহিদ, আরআরএফ’র পরিচালক অরুন কুমার বিশ্বাস, মাগুরা জোনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন আরআরএফ’র এসইপি প্রজেক্ট মানেজার ড. অসিত বরণ মন্ডল। মেরার উদ্বোধনী অনুষ্ঠানে ৭ জন ফুল চাষীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

আয়োজকরা জানায়, ফুল চাষ ও ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে গান্না ও যশোর অঞ্চলের চাষীদের অংশগ্রহণে এই ফুল মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে, গাধা, রজনীগন্ধা, জারবেড়া, লিলিয়ামসহ নানা প্রকার ফুলের প্রদর্শনী করা হচ্ছে। সেই সাথে ফুল আবাদের জন্য কৃষকদের নানা পরামর্শ ও দেওয়া হচ্ছে। শতাধিক কৃষকের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মেলা শেষ হবে শনিবার।

Tag :
জনপ্রিয়

‘মাকে খারাপ বানানোর জন্য নেতাকর্মীরা দায়ী’, পুতুলের এ বক্তব্যের বিষয়ে যা জানা গেল

ঝিনাইদহে ২ দিন ব্যাপী ফুল মেলা শুরু

Update Time : ০৯:১৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফুল ব্যবসার সম্প্রসারণ ও ইকোলজিক্যাল ফার্মিং এর লক্ষ্যে ঝিনাইদহে ২ দিন ব্যাপী ফুল মেলা শুরু হয়েছে।

শুক্রবার দুপুরে সদর উপজেলার গান্না সরকারি প্রাথমি বিদ্যালয় মাঠে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আওতায় রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

আরআরএফ’র নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী। বিশেষ অতিথি ছিলেন গান্না ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, আলহাজ¦ মসিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা শাহিদ, আরআরএফ’র পরিচালক অরুন কুমার বিশ্বাস, মাগুরা জোনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন আরআরএফ’র এসইপি প্রজেক্ট মানেজার ড. অসিত বরণ মন্ডল। মেরার উদ্বোধনী অনুষ্ঠানে ৭ জন ফুল চাষীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

আয়োজকরা জানায়, ফুল চাষ ও ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে গান্না ও যশোর অঞ্চলের চাষীদের অংশগ্রহণে এই ফুল মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে, গাধা, রজনীগন্ধা, জারবেড়া, লিলিয়ামসহ নানা প্রকার ফুলের প্রদর্শনী করা হচ্ছে। সেই সাথে ফুল আবাদের জন্য কৃষকদের নানা পরামর্শ ও দেওয়া হচ্ছে। শতাধিক কৃষকের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মেলা শেষ হবে শনিবার।