নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের শৈলকুপা ৮শ পিচ ইয়াবাসহ আল-ইমরান (৩৮) ও বাবুল আকতার (৪২) নামের দুই মাদক কারবারিদের আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে ওই উপজেলার আউশিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করে।
আটকৃতরা হলো-ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আল-ইমরান এবং ঝিনাইদহের শৈলকুপা থানায় মৃত নিয়ামত শেখের ছেলে বাবুল আকতার ।
শৈলকুপা থানার অফিসার ইনর্চাজ আমিনুল ইসলাম জানান, উপজেলার আউশিয়া গ্রামে মাদকের কেনা-বেচা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ । পরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। সেসময় তল্লাশি করে তাদের কাছ থেকে ৮শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচার সাথে সম্পৃক্ত ছিল ।