পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্রের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আসিফ হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন। আসিফ তাহেরহুদা গ্রামে খইবার আলীর ছেলে। গতকাল (২৮ জুলাই) শুক্রবার গভীর রাতে জেলার হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামে গোপীনাথপুর চটকাবাড়িয়া মাঝে খালপাড়ে এ ঘটনা ঘটে। আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে সে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়।
নিহতের বাবা খইবার জানান, তার ছেলে ২০২৩ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য হয়। গতকাল শুক্রবার দুপুরে পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর আজ শনিবার সকালে খালপাড়ে গাছের সাথে ঝুলন্ত মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু আজিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে থানায় মৌখিকভাবে নিহতের পরিবার থেকে জানানো হয়েছে। অভিভাবকের লিখিত আবেদন এখনো জমা দেয়নি, পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নিবেন।