ঝিনাইদহে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত (ভিডিও)
নিজস্ব প্রতিবেদকঃ
২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচীতে বাঁধা ও হামলার প্রতিবাদে ঝিনাইদহে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির আয়োজনে সোমবার সকালে শহরের কবি সুকান্ত সড়কের ফ্যামেলি জোন এলাকায় জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ জেলা বিএনপির ছাড়াও ৬ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশ নেয়।
সেসময় বিএনপির খুলনা বিভাগীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, সেপ্টেম্বরের মধ্যে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। এজন্য বিএনপির এক দফা আন্দোলনে নেতাকর্মীদের আরও ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহবান জানান তারা।
ভিডিও…
সবুজদেশ/এসইউ