ট্রাকের ধাক্কায় কিশোর নিহত
বাগেরহাটঃ
বাগেরহাটের ফকিরহাটে মহাসড়ক সংস্কারের সময় ট্রাকের ধাক্কায় সজিব শেখ (১৭) নামের এক কিশোর শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজিব খুলনার পাইকগাছার উপজেলার কপিলমুনি এলাকার রুস্তম আলীর ছেলে।
মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. কামরুজ্জামান বলেন, খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় কাজ করার সময় খুলনাগামী একটি মালবাহী ট্রাক সজিবকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সজিব নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ট্রাক জব্দ এবং চালক রুহুল আমীনকে আটক করেছে পুলিশ।
সবুজদেশ/এসইউ