ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে বাবাকে গাছে বেঁধে নির্যাতন, আটক ১

  • Reporter Name
  • Update Time : ০৭:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কোটচাঁদপুরে মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের কথা বলে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গাছে বেঁধে নির্যাতন ও মুখে চুনকালি লাগিয়ে জুতার মালা দেওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী মনিরুল বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কাগমারী গ্রাম থেকে একজনকে আটক করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক এসআই হারুন জানান, উপজেলার কাগমারী গ্রামের কুমিল্লা পাড়ার খলিলের ছেলে মনিরুল ইসলাম। নিজের মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক আছে! এমন অভিযোগ তুলে প্রতিবেশী সহ এলাকার কিছু যুবক। এমন অভিযোগের ভিত্তিতে রোববার মনিরুলকে গাছে বেঁধে নির্যাতন করে। এবং মুখে চুনকালি দিয়ে জুতার মালা গলায় দিয়ে ভিডিও ধারন করে। এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের ব্যাপারে তার স্ত্রী ও পরিবার কিছুই জানেন না বলে জানায় পুলিশ। এমনকি তাদের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ নেয়। পূর্ব কোন শত্রুতার জেরে এমন ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

এঘটনায় মনিরুল বাদী হয়ে ৫/৬ জন সহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে রোববার রাতে কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই কাগমারী গ্রামের হানিফের ছেলে ইমন (২৫) নামে একজনকে আটক করে। বাকি আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।

Tag :

ঝিনাইদহে বাবাকে গাছে বেঁধে নির্যাতন, আটক ১

Update Time : ০৭:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কোটচাঁদপুরে মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের কথা বলে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গাছে বেঁধে নির্যাতন ও মুখে চুনকালি লাগিয়ে জুতার মালা দেওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী মনিরুল বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কাগমারী গ্রাম থেকে একজনকে আটক করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক এসআই হারুন জানান, উপজেলার কাগমারী গ্রামের কুমিল্লা পাড়ার খলিলের ছেলে মনিরুল ইসলাম। নিজের মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক আছে! এমন অভিযোগ তুলে প্রতিবেশী সহ এলাকার কিছু যুবক। এমন অভিযোগের ভিত্তিতে রোববার মনিরুলকে গাছে বেঁধে নির্যাতন করে। এবং মুখে চুনকালি দিয়ে জুতার মালা গলায় দিয়ে ভিডিও ধারন করে। এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের ব্যাপারে তার স্ত্রী ও পরিবার কিছুই জানেন না বলে জানায় পুলিশ। এমনকি তাদের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ নেয়। পূর্ব কোন শত্রুতার জেরে এমন ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

এঘটনায় মনিরুল বাদী হয়ে ৫/৬ জন সহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে রোববার রাতে কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই কাগমারী গ্রামের হানিফের ছেলে ইমন (২৫) নামে একজনকে আটক করে। বাকি আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।