ঝিনাইদহে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৬ । রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ঝিনাইদহ পৌরসভাধীন আরাপপুর জামতলা থেকে তাদের গ্রেফতার করা হয় । সোমবার (১৪ আগস্ট) ঝিনাইদহ র্যাব-৬, সিপিসি-২, ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো-ঝিনাইদহ সদর উপজেলার সাজ্জাদ হোসেন টিপু (৩০) ও শৈলকুপা উপজেলার বাপ্পি মুন্সি (২৫) ।
জানা গেছে, সোমবার (১৪ আগস্ট) গভীর রাতে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানার আরাপপুর জামতলা সড়কে মাদকের কেনা-বেচা চলছে । এরপর ঐ এলাকায় র্যাব-৬ এর একটি বিশেষ অভিযান পরিচালনা করে । এ সময় সন্দেহ হলে টিপু ও বাপ্পিকে গ্রেফতার করা হলে আসামীদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ১৪৮০ পিচ, ০৩ টি মোবাইল এবং ০৬ টি সিমকার্ড উদ্ধার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।