খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
খুলনাঃ
খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গায় রাজশাহীগামী ট্রেন সাগরদাঁড়ি এক্সপ্রেসে যান্ত্রিক ক্রুটি ধরা পড়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শিরোমণির মোল্যা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খুলনা রেলওয়ের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ঈদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস খুলনার ফুলতলার বেজেরডাঙা এলাকায় পৌঁছালে একটি বগির ব্রেক ভ্যান (স্প্রিং) ভেঙে যায়। খুলনা থেকে উদ্ধারকারী ক্রেন এসে উদ্ধারকাজ চালাচ্ছে। তবে কতক্ষণ বাদে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, ট্রেনটি পুরাতন হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
জানা গেছে, খুলনা রেল স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস খানজাহান আলী থানাধীন শিরোমণি মোল্যাবাড়ী এলাকায় আসলে ট্রেনটির কোচ নং- ৭৪০৭, বগি-ক এর স্প্রিং এবং পাতি ভেঙে পড়ে। ট্রেন চালক বিকট শব্দ পেয়ে দ্রুত ট্রেনটি থামিয়ে ফেলে। দুর্ঘটনার ফলে রেললাইনের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে যাত্রীদের তেমন কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
ট্রেনে থাকা রাজশাহী রেলওয়ে থানা পুলিশের এএসআই রুবেল জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেসটি শিরোমণি এলাকায় আসলে ট্রেনের স্ক্রিং ও পাতি খুলে পড়ে দুর্ঘটনার স্বীকার হয়। দুর্ঘটনার পর বিকেল সাড়ে ৪টা থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
সবুজদেশ/এসইউ