ঢাকা ১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইজিবাইকে বাসের ধাক্কা প্রাণ গেলো নারীর, আহত স্বামী

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে।

যশোরঃ

যশোরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামীসহ ইজিবাইকচালক আহত হয়েছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে যশোর-ছুটিপুর আঞ্চলিক সড়কের এড়েন্দা বাজারের শান্তির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শান্তির মোড়ে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ছুটিপুর থেকে থেকে আসা একটি ইজিবাইক যাত্রী নামানোর জন্য ট্রাকটির পেছনে দাঁড়ায়। এসময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হাফেজা বেগম (৪৫) নামে এক নারী নিহত হন। তিনি ঝিকরগাছা উপজেলার কায়েককোলা গ্রামর হাবিবুর রহমানের স্ত্রী। এসময় ইজিবাইকচালক যশোর সদরের দুর্গাপুর গ্রামের নাসির উদ্দিন ও নিহত হাফেজা বেগমের স্বামী হাবিবুর রহমান আহত হন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হবে।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্ত

ইজিবাইকে বাসের ধাক্কা প্রাণ গেলো নারীর, আহত স্বামী

Update Time : ০৫:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

যশোরঃ

যশোরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামীসহ ইজিবাইকচালক আহত হয়েছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে যশোর-ছুটিপুর আঞ্চলিক সড়কের এড়েন্দা বাজারের শান্তির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শান্তির মোড়ে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ছুটিপুর থেকে থেকে আসা একটি ইজিবাইক যাত্রী নামানোর জন্য ট্রাকটির পেছনে দাঁড়ায়। এসময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হাফেজা বেগম (৪৫) নামে এক নারী নিহত হন। তিনি ঝিকরগাছা উপজেলার কায়েককোলা গ্রামর হাবিবুর রহমানের স্ত্রী। এসময় ইজিবাইকচালক যশোর সদরের দুর্গাপুর গ্রামের নাসির উদ্দিন ও নিহত হাফেজা বেগমের স্বামী হাবিবুর রহমান আহত হন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হবে।

সবুজদেশ/এসইউ