ঝিনাইদহে সাপের কামড়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের শৈলকূপায় বিষধর সাপের কামড়ে তাবাসসুম তমা (৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । মঙ্গলবার ভোরে উপজেলার দিগনগর গ্রামে এ ঘটনা ঘটে।
সে একই গ্রামের নিকবার শাহের মেয়ে। তমা দিগনগর সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির একজন শিক্ষার্থী।
স্বজনেরা জানায়, গতকাল রাতে খাওয়া-দাওয়ার পর ঘর থাকা অবস্থায় তমার হাতে একটি বিষধর সাডে কামড় দেয় । এরপর তার চেচামেচিতে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা জড়ো হয়ে প্রথমে তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । সেখানে এন্টিভেনমের সংকট থাকায় তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করে ডাক্তার। পরে যাওয়ার পথেই তার মূত্যু হয়।
মৃত তমার বাবা নিকবার শাহ অভিযোগ করে বলেন, হাসপাতালে যদি এন্টিভেনম থাকতো তবে আমার মেয়েকে হয়ত এভাবে জীবণ দিতে হতো না।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন জানান, হাসপাতালে এন্টিবেনম নেই আজ প্রায় ২০ দিন হলো। ঝিনাইদহ সিভিল সার্জন অফিস এ বিষয়ে অবগত আছে। তাই সাপে কাটা রুগিদের বাচাতে অন্য হাসপাতালে রেফার্ড করতেই হচ্ছে।