ইসরাইলি ক্ষেপণাস্ত্রে প্রাণ হারালেন রয়টার্সের সাংবাদিক
সবুজদেশ ডেস্কঃ
ইসরাইলি হামলায় অবরুদ্ধ গাজায় মরছে হাজার হাজার ফিলিস্তিনি। এবার দখলদার বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় এক সাংবাদিক নিহত হয়েছেন। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এ সাংবাদিক নিহত হয়েছেন লেবাননে।
খবরে বলা হয়েছে, ইসরাইলের এ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আরও কয়েক সাংবাদিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে আলমা আল–শাব এলাকায় এ ঘটনা ঘটে।
আল জাজিরা ও রয়টার্স সূত্রে জানা গেছে, নিহত সাংবাদিকের নাম ইসাম আবদাল্লাহ। তিনি বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওগ্রাফার ছিলেন। দায়িত্বরত অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন।
এ ঘটনার প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, চলমান ফিলিস্তিন–ইসরাইল সংঘাত লেবাবনেও ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আহত সাংবাদিকদের মধ্যে আল–জাজিরার দুইজন সাংবাদিক রয়েছেন। তারা হলেন- প্রতিবেদক কারমেন জোওখাডার ও ফটোগ্রাফার এলি ব্রাখিয়া।
আল জাজিরা এক বিবৃতিতে এ ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে।
ফিলিস্তিনের সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায়। হামাসের হামলায় দেশটিতে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০।
এর জবাবে ওই দিন থেকেই পালটা বিমান হামলা শুরু করে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রায় দুই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাড়ে ৬ হাজার।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় গাজায় নতুন করে বাস্তুচ্যুত হয়েছে প্রায় সাড়ে চার লাখ।